|| সারাবেলা প্রতিনিধি, মৌলভীবাজার ||
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সকল পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠান ও সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ৩দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার ২৮শে ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে জেলা শহরের প্রেসক্লাব চত্তরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দাবি আদায়ের এই সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী তানজিয়া শিশির, মীর নিজাম আহমদ, ফয়েজ আহমদ, ইমরান নাজির, আব্দুস সামাদ আজাদ প্রমুখ।
বক্তারা স্কুল, কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার দাবি জানান। মানববন্ধন ও সভাশেষে জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি দেয়া হয়।