পরশুরামের রাবার ড্যামে বাড়ছে আনন্দপিয়াসিদের উপস্থিতি

ফেনীর পরশুরামের কহুয়া নদীতে নির্মিত বেড়াবাড়িয়া রাবার ড্যাম হয়ে উঠছে আনন্দকেন্দ্র। ড্যামের নির্মাণশৈলী আর আশপাশের নৈস্বর্গিক দৃশ্য দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।

|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||

ফেনীর পরশুরামের কহুয়া নদীতে নির্মিত বেড়াবাড়িয়া রাবার ড্যাম হয়ে উঠছে আনন্দকেন্দ্র। ড্যামের নির্মাণশৈলী আর আশপাশের নৈস্বর্গিক দৃশ্য দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।

পরশুরাম উপজেলার বেড়াবাড়িয়া গ্রামের কহুয়া নদীতে ২০০৭ সালে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনের জন্য নির্মাণ করা হয় ৫০ মিটার দৈর্ঘ্যের এই রাবার ড্যাম। ড্যাম প্রকল্পে ১টি ফুট ওভার ব্রিজ, ৩শ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ১টি ডাইভারশান চ্যানেল খনন ও ১টি পাম্পও বসানো হয়। ড্যাম নির্মাণের ফলে বেড়াবাড়িয়া, সাতকুচিয়া, কোলাপাড়া, সলিয়া, বাঁশপদুয়া, উত্তর গুথুমার মতো গ্রামগুলোতে কমেছে বন্যার প্রকোপ। বন্যা নিয়ন্ত্রণ ছাড়াও শুষ্ক মৌসুমে সেচ সুবিধার সুযোগ পাচ্ছে কৃষকরা। বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনের জন্য ড্যামটি নির্মিত হলেও অনেকের কাছে এটি এখন হয়ে উঠেছে দর্শনীয় স্থান।

তবে এটির রক্ষণাবেক্ষণ নিয়ে এলাকাবাসীর রয়েছে বিস্তর অভিযোগ। তারা জানান, এটির সঠিক রক্ষণাবেক্ষণ করে কহুয়া নদীর পাড়ে বিনোদন উপকরণ স্থাপন করলে এটি হয়ে উঠতে পারে একটি আধুনিক মানের বিনোদন কেন্দ্র।

পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এ প্রসঙ্গে বলেন, বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনে রাবার ড্যামটি কার্যকর ভূমিকা রাখছে। এছাড়া এটি একটি দর্শনীয় স্থানেও পরিণত হয়েছে। রাবার ড্যামের নান্দনিক নির্মাণ, ড্যামের ওপর দিয়ে পানি যাওয়া দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন