|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||
নড়াইল শহরের আলাদাতপুর এলাকায় স্কুলশিক্ষক সৈয়দ মেহবাহ্ উদ্দিনকে (৪৬) পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদরের এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মেহবাহ্ উদ্দিন জানান, শনিবার বেলা ১১টার দিকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরার পথে আলাদাতপুর এলাকায় মহিলা সংস্থার সামনে ওই এলাকার গোলাম মোস্তফা (৩৫) ও তানজির (৩০) তার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকার করলে মেহবাহ্ উদ্দিনকে সাইজকাঠ দিয়ে বেদম মারধর করে বলে অভিযোগ করেন তিনি। এ সময় স্কুলশিক্ষকের কাছে থাকা ১১ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। মারধরের ফলে মেহবাহ্ উদ্দিনের ডান হাটু ও পায়ের তলা গুরুতর আহত হয়েছে। এছাড়া তার মোবাইল ফোন ক্ষতিগ্রস্থ হয়েছে। শরীরের পোশাকও ছিড়ে ছিন্নভিন্ন হয়ে গেছে। আত্মচিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা এগিয়ে এসে তাকে হাসপাতালে ভর্তি করেন।
আহত স্কুলশিক্ষক মেহবাহ্ উদ্দিন আরো জানান, এর আগেও একাধিকবার চাঁদার দাবিতে বিভিন্ন সময়ে হুমকি দেয় আলাদাতপুরের মোস্তফা ও তানজির। মহিলা সংস্থার সামনে চা ও কফির দোকান রয়েছে তাদের। স্কুলশিক্ষকের বাড়িও আলাদাতপুর এলাকায়।
এ ব্যাপারে সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম বলেন, এ ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।