নাসিক মেয়র আইভীর মায়ের মৃত্যু

|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার দু’বারের নির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মদ চুনকার সহধর্মিনী মমতাজ বেগম মারা গেছেন।

রোববার ২৫শে জুলাই বিকাল ৫টায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ এশা শহরের দেওভোগ চেয়ারম্যান বাড়ির বায়তুন নূর জামে মসজিদে প্রথম ও মাসদাইর কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্বামী আলী আহম্মদ চুনকার কবরের পাশে সমাহিত করা হয়।

মমতাজ বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সংবাদ সারাদিন