নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের নতুন কমিটি

কবি সোহরাব হোসেনকে সভাপতি, সাহিত্যিক মুকুল মজুমদারকে সাধারণ সম্পাদক এবং তরুণ সাহিত্যিক ও সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

|| সারাবেলা প্রতিনিধি, কুমিল্লা ||

জেলার নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে নাঙ্গলকোট প্রেস ক্লাব কার্যালয়ে উপস্থিত সংগঠনের সকল সদস্যের সম্মতিক্রমে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। কবি সোহরাব হোসেনকে সভাপতি, সাহিত্যিক মুকুল মজুমদারকে সাধারণ সম্পাদক এবং তরুণ সাহিত্যিক ও সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মাস্টার শাহ আলম কালাম, সহ-সভাপতি আজিম উল্লাহ হানিফ, এইচ এম আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুস, আফজাল হোসেন মিয়াজী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাবলু, অর্থ সম্পাদক রবিউল হোসাইন রাজু ও মহিলা বিষয়ক সম্পাদিকা কুলসুম আক্তার।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নাঙ্গলকোট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি শাহ আলম কালাম।

 

সংবাদ সারাদিন