ধর্ষকদের গ্রেফতার দাবিতে ভেড়ামারায় সোচ্চার আওয়ামী লীগ

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বামন পাড়ার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষনের প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতার দাবিতে সোচ্চার অবস্থান ঘোষণা করেছে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ।

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বামন পাড়ার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষনের প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতার দাবিতে সোচ্চার অবস্থান ঘোষণা করেছে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা আগামী ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি দাবী জানান। তা নাহলে কঠোর কর্মসুচী দেওয়া হবে বলে জানান তিনি।

জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ভেড়ামারা পৌরসভার বামন পাড়ায় গত ১৪ই ফেব্রুয়ারি রাতে এক প্রবাসীর স্ত্রী ও ৩ সন্তানের জননী গণধর্ষনের শিকার হন। প্রতিকার চেয়ে ৫ জনকে আসামি করে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কোন আসামী আটক হয়নি।

সংবাদ সারাদিন