দেশজুড়ে যথাযথ মর্যাদায় সাতই মার্চ উদযাপিত

মুক্তির মহানায়ক স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদেশের মানুষ প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানী শাসকের অন্যায় অনায্য আর শোষনশাসনের বিরুদ্ধে। ছিনিয়ে এনেছিলেন লাল সবুজের পতাকা আর স্বাধীন বাংলাদেশ।

|| সারাবেলা ডেস্ক ||

যথাযথ মর্যাদা আর গুরুত্বের সঙ্গে সারাদেশে পালিত হলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষন দিবস। যে ভাষনে মুক্তির মহানায়ক স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদেশের মানুষ প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানী শাসকের অন্যায় অনায্য আর শোষনশাসনের বিরুদ্ধে। ছিনিয়ে এনেছিলেন লাল সবুজের পতাকা আর স্বাধীন বাংলাদেশ।

আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

ঈশ্বরদী

ঈশ্বরদীতে আওয়ামী লীগ ও অংগ সংগঠনের পক্ষ থেকে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। সকাল সাতটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে দলীয় ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। পার্টি অফিসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইছাহক আলী মালিথা, সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিণ পিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবীর আলী হিরু, মহিলা যুবলীগের আহব্বায়ক ও ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা দোলন বিশ্বাস, মিলন চৌধুরী, ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস, ছাত্রলীগ নেতা সজিব মালিথা প্রমূখ উপস্থিত ছিলেন। 

শার্শা

যশোরের শার্শা উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য  শেখ আফিল উদ্দিন। 

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জামালপুর

জামালপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রোববার ৭ই মার্চ জামালপুর শহরের বকুলতলা দর্লীয় কার্যালয় প্রাঙ্গণে  প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা  উত্তোলনের পর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী’র নেতৃত্বে জেলা আওয়ামী লীগ। 

পরে জেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে প্রথমেই শ্রদ্ধা জানান নবাগত জেলা প্রশাসক মুর্শেদা জামান ও নবাগত পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ।

এরপর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী ও জেলা পরিষদের  প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী নেতৃত্বে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি এবং নব-নির্বাচিত মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দিবসটি যথাযোগ্য মর্যাদা পালন উপলক্ষে ৭ই মার্চের ভাষণ প্রচার ও সন্ধ্যায়  দর্লীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। 

গোপালগঞ্জ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

রোববার সকালে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ই আগষ্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়া পৌরসভা, উপজেলা যুবলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে সকাল ৯টায় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্ত্বর সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে ঐতিহাসিক মার্চের পটভূমি ও রাজনৈতিক গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েটে জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহম্মদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও মুজিব বর্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর।

অন্যান্যদের মধ্যে এতে আরো বক্তব্য রাখেন বিভাগীয় প্রধানগণের পক্ষে পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, প্রভোস্টগণের পক্ষে শামসেন নাহার খান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, চুয়েট শিক্ষক সমিতির সহ-সভাপতি শ্যামল আচার্য, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিন মোহাম্মদ মুসা, স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেল, “ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুধুমাত্র বাঙালির মুক্তির সনদ নয়, এটি বিশ্বের যে কোনো নিপীড়িত মানুষের মুক্তির কথা বলে। এই ভাষণে বঙ্গন্ধুর সুদূরপ্রসারী রাজনৈতিক প্রজ্ঞার প্রতিফলন ঘটেছে। বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং ৭ই মার্চের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।”

এদিকে চুয়েট বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তকবক অর্পন করা হয়। পরে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয় এবং বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদের নেতৃত্বে পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটি র‌্যালির আয়োজন করা হয়।

লালমোহন

সারাদেশের মতো ভোলার লালমোহনে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে লালমোহন থানা মোড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

পরে লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাণীশংকৈল

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা প্রশাসন যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে রোববার সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পস্তবক অর্পণ এবং সেখানেই শতকণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ পরিবেশন করা হয়।

এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু’র ভাষণ, চিত্রাংকন প্রতিযোগিতা ও পরিশেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না নব-নির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান শেফালী বেগম উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক সম্পাদক তাজউদ্দীন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথসহ উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগও বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনগুলো দিবসটি পালন করেছে।

সংবাদ সারাদিন