ত্রাণ আত্মসাতে বরখাস্ত কেদারপুর ইউপি চেয়ারম্যান

|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||

করোনাদুর্যোগে গরীব মানুষকে দেওয়া রাষ্ট্রের ত্রাণ আত্মসাত করে পদ হারালেন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরে আলম বেপারী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ শুক্রবার ২৪শে এপ্রিল এক প্রজ্ঞাপন বলে চেয়ারম্যান নূরে আলম বেপারীকে বরখাস্ত করে।

স্থানীয়দের অভিযোগ, জেলেদের নামে বরাদ্দ চাল আত্মসাত, ভিজিডি, কর্মসৃজনসহ সরকারের ত্রাণসহায়তার চাল প্রতিবারই উপকারভোগিদের না দিয়ে কালোবাজারে বিক্রি করে আসছিলেন। এছাড়াও বছরের পর বছর বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন নদনদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন তিনি। সাধারণ মানুষের আবাদী জমি দখল করে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে তিনি নির্মান করেছেন ইটভাটা। এ কারনে স্থায়ীভাবে তাকে বহিস্কার করে সরকারের ভাবমূর্তি ফিরিয়ে আনার দাবী স্থানীয়দের।

প্রসঙ্গত, গত ১৬ই এপ্রিল ইউপি চেয়ারম্যান নূরে আলমের বাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দ চালের ১৮৩ বস্তা চাল উদ্ধার করেন র‌্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় তার বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলাও করা হয়েছে। বর্তমানে তিনি পালিয়ে রয়েছেন।

এদিকে চেয়ারম্যান নূরে আলম বেপারীকের সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাটকা ধরা নিষিদ্ধ থাকায় এমনিতেই জেলেদের চলছে দুরাবস্থা। এই সময়ে সরকারের দেওয়া চাল জেলেদের না দিয়ে কালোবাজারে বিক্রি করতে নিজ বাড়িতে মজুদ রাখার অভিযোগে জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) ধারা অনুযায়ী ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।

২৩শে এপ্রিল বর্নিত অভিযোগের প্রেক্ষিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২ নম্বর কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম বেপারীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসময় তাকে কারণ দর্শানোর নোটিশে কেন তাকে চূড়ান্তভাবে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে না তা পত্রপ্রাপ্তির ১০ কার্যদিবসের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জানাতে বলা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এরআগে ত্রাণ বিতরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন এবং এ বিষয়ে মন্ত্রনালয় থেকে অফিস আদেশ জারি করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন