অনলাইন প্রতিনিধি, গাইবান্ধা
করোনা সংক্রমণ ঠেকাতে অবরুদ্ধ ঘোষিত নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে দুইশ’র বেশী মানুষ গাইবান্ধায় ফিরে এসেছে। এসব মানুষকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জেলার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান দোলন জানান, বুধবার রাতে তারা জানতে পারেন ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জ জেলা থেকে দুটি নৌকায় করে ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের লোকজন বাড়ি যাচ্ছে। পরে বৃহস্পতিবার ভোরে ব্রহ্মপুত্র নদে দুটি নৌকা আটক করা হয়।
ইউএনও বলেন, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় ফুলছড়ি ইউনিয়নের ৬৪ জনকে টেংরাকান্দি এমএ সবুর দাখিল মাদ্রাসায় ও ফজলুপুর ইউনিয়নের ২৮ জনকে খাটিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এছাড়া গাইবান্ধা সদর উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা শতাধিক মানুষকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন গাইবান্ধা থানার ওসি খান মো. শাহরিয়ার।
জেলার সাদুল্লাপুর থানার ওসি মো. মাসুদ রানা জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে আসা আরও পাঁচজনকে বৃহস্পতিবার হোম কোয়ারেন্টিনে রাখার কথা।
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নারায়ণগঞ্জকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। এ জেলা থেকে বাইরে যাওয়া ও এ জেলায় প্রবেশ ঠেকাতে চেষ্টা করে যাচ্ছে প্রশাসন। একইভাবে ঢাকা থেকে বের হওয়া ও প্রবেশ ঠেকাতেও চেষ্টা করছে পুলিশ।
এই পরিস্থিতিে গণপরিবহন বন্ধ থাকায় রাতের আঁধারে ট্রাক ও নৌপথে গাইবান্ধা ফিরে আসে এসব মানুষ। এদিকে গাইবান্ধায় বৃহস্পতিবার পর্যন্ত পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাইবান্ধায় এখন পর্যন্ত আমেরিকাফেরত মা-ছেলে ও তাদের সংস্পর্শে আসা আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে গাইবান্ধা সদর হাসপাতালে, একজনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আর একজনকে সাদুল্লাপুরে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
