ঠিকাদার অপহরণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

খলিলুর রহমান নামের এক ঠিকাদারকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||

ফেনী জেলা প্রশাসনের কার্যালয়ে দরপত্র জমা দিতে গেলে খলিলুর রহমান নামের এক ঠিকাদারকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ৩১শে ডিসেম্বর  সকালে জাহানপুর এলাকার নিজবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি এএনএম নুরুজ্জামান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দরপত্র ছিঁড়ে ফেলা ও নির্যাতনের ঘটনায় ঠিকাদার খলিলুর রহমান বাদি হয়ে শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলমসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় অপর চার আসামী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর জাহানপুর এলাকার পাটোয়ারী বাড়ীর খোরশেদ আলমের ছেলে সফিকুল ইসলাম সম্রাট (২৪), একই এলাকার মোয়াজ্জেম বাড়ীর আবুল কাসেমের ছেলে মো. সালাউদ্দিন (২০), জোয়ারকাছাড় এলাকার সাহাব উদ্দিন মোল্লা বাড়ির কবির আহম্মদের ছেলে কামরুল হাসান সাব্বির (২৩) ও শহরের পূর্ব উকিলপাড়া এলাকার মুন্সি পুকুর পাড় সংলগ্ন বাড়ীর শাহাদাত হোসেনের ছেলে মো. রাসেল হোসেন (২৭) কারাগারে রয়েছে।

এদের মধ্যে সম্রাট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

সংবাদ সারাদিন