|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাটে ৪৯৭ (চারশত সাতানব্বই) বোতল ফেন্সিডিল, একটি মোবাইল সেট, দুইটি সীম কার্ড, একটি পিকআপসহ জিৎ রাজভর (৩৮) নামে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার ১১ই মে দিবাগত রাত ১টার দিকে পাঁচবিবির বাগজানা বাজারের দক্ষিণ পাশে হিলি টু জয়পুরহাট পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জিৎ রাজভর হলেন বগুড়ার গাবতলী উপজেলার সুকানপুকুর বন্দরের মৃত গরেজ রাজভরের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার ওমর আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাটসহ বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।