|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাট পাঁচবিবিতে বজ্রপাতে ২ জন নিহত ও ৪ জন কৃষক আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন ও আহত ৪ জনকে গুরুতর অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জোরাপুকুর এলাকার মৃত বিরাজ মোল্লার ছেলে দেলোয়ার হোসেন দুলাল (৫০) ও একই উপজেলার চৌধূরীপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৪৮)।
আহতরা হলেন- একই গ্রামের উত্তরপাড়া এলাকার মোহসিন আলীর ছেলে এমদাদুল হক (৩৫), চৌধূরী পাড়া এলাকার নিহত মোফাজ্জলের ছেলে সাব্বির হোসেন (১৭), জোরপুকুরিয়া এলাকার হামেদ আলী তরফদারের ছেলে খলিলুর রহমান (৫৫) এবং করিয়া এলাকার ছফির উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪০)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মাঠের মধ্যে সকাল থেকে জমিতে কৃষকরা ধানের চারা রোপন করছিল। সেসময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। হটাৎ বজ্রপাত হলে ২ জন ঘটনাস্থলে নিহত ও ৪ জন আহত হন। আশেপাশে লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। নিহতদের দুপুরের পর জানাযা হবে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।