ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে আরিফুল ইসলাম (৩৪) নামে এক যুবকের ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||

জয়পুরহাটে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে আরিফুল ইসলাম (৩৪) নামে এক যুবকের ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে আসামীর অনুপস্থিতিতে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রুস্তম আলী এ রায় দেন। এছাড়াও আসামীকে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আরিফুর কালাই উপজেলার পূর্বকৃষ্টপুর গ্রামের মতিয়র রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ মার্চ সকালে কালাই উপজেলার উদয়পুর গ্রামের এক স্কুল শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করেন আরিফুল ইসলাম। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে ছাত্রীর বাবা বাদী হয়ে ওই দিনই কালাই থানায় মামলা দায়ের করেন। মামলাটি আদালতে দীর্ঘ শুনানি শেষে আসামীর অনুপস্থিতিতে বিচারক ১০ বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সারাদিন