|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||
পত্রিকার হকার সেজে চৌত্রিশ বছর পালিয়ে থেকেও ধরা পড়তে হলো সাজাপ্রাপ্ত আসামি নূরুল ইসলামকে। বায়ান্ন বছর বয়সী নূরুলের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইলে। সোমবার ১৪ই ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম। এর আগে ওইদিন (সোমবার) সকাল ১০টার দিকে নূরুলকে মাগুরা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ কর্মকর্তা রিয়াজুল ইসলাম আরো জানান, ১৯৮৬ সালে নূরুল ইসলাম গাজীপুরের টঙ্গী এলাকায় একটি সিরামিক কোম্পানিতে পিয়ন পদে চাকরি করার সময়ে ১০ হাজার টাকা আত্মসাতের মামলায় পড়েন। টঙ্গী থানায় এই মামলা হওয়ার পর থেকে পালিয়েই ছিলেন তিনি।
এ মামলায় ১৯৯৪ সালের ২৯শে সেপ্টেম্বর নূরুলের বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন গাজীপুরের আদালতে। এছাড়া দুই হাজার টাকা জরিমানা, আনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।
দীর্ঘদিন পালিয়ে থাকায় ১২০জন পুলিশ কর্মকর্তা নূরুলকে গ্রেফতারের চেষ্টা করেও ব্যর্থ হন। সবশেষ লোহাগড়া থানার এসআই মাহফুজের নেতৃত্বে সোমবার নূরুল ইসলামকে গ্রেফতার করতে পারে পুলিশ। দীর্ঘদিন ধরে নূরুল মাগুরা শহরে খবরের কাগজ বিক্রি করতেন নুরুল।