চাকরি নামে প্রতারণায় সাভারে আটক সাত উদ্ধার ১২জন

সাভারে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই নারীসহ সাতজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||

সাভারে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই নারীসহ সাতজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো জিয়াউর রহমান চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন – নওগাঁ জেলার মো. লিম হোসেন (২৯), মানিকগঞ্জ জেলার মো. সোহেল রানা (২৪), তাসলিমা আক্তার (২০), নারায়নগঞ্জ জেলার মো. আজিজুল ইসলাম (২২), বগুড়া জেলার মো. সোহান (১৮), মাদারীপুর জেলার মো. জাহাঙ্গীর হোসেন (২১) ও ঢাকা জেলার ফারহানা আক্তার সীমু (১৮)।

এবিষয়ে জিয়াউর রহমান চৌধুরী জানান, বুধবার রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের কলেজ রোড় এলাকায় তরিকুল ফোরস্টার সিকিউরিটি সার্ভিস লিমিটেডের কার্যালয়ে অভিযান চালানো হয়। প্রতারণার কাজে ব্যবহার করা ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, ২৫ কপি জীবনবৃত্তান্ত,৫টি অব্যবহৃত ফরম ও ৩০টি নিয়োগ বিজ্ঞপ্তির ব্যানার, স্ক্যানার, সিপিইউ,মনিটর,ল্যাপটপ ও ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে ।

এছাড়াও র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, ভুক্তভোগীদের কাছ থেকে চাকরি দেয়ার নামে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিতের ওই চক্রটি । অভিযানে ১২ জন ভুক্তভোগীকে অফিস থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা ।

 

 

সংবাদ সারাদিন