চাঁপাইনবাবগঞ্জে দেশে ঢুকতে গিয়ে ৬ বাংলাদেশী আটক

ভারতের কারাগারে সাজাশেষে নিজদেশে আসতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্তে বর্ডার গার্ড বিজিবির হাতে আটক হয়েছে নারী-পুরুষসহ ৬ বাংলাদেশী।

|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||

ভারতের কারাগারে সাজাশেষে নিজদেশে আসতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্তে বর্ডার গার্ড বিজিবির হাতে আটক হয়েছে নারী-পুরুষসহ ৬ বাংলাদেশী।

আটকরা হচ্ছেন, মাদারিপুর জেলার রাজৈর থানার মাঝকান্দি গ্রামের মৃত আব্দুল খালেক শরীফের ছেলে মহিউদ্দিন শরীফ (৪০), খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দক্ষিণ রায়ের মহল এলাকার দেলোয়ার মুন্সীর ছেলে রাকীব মুন্সী (৩০), শরীয়তপুর জেলার দামুরড্যা উপজেলার সদরকাঠি গ্রামের মো. ইদ্রিস মাতব্বরের ছেলে হানিফ মাতব্বর (২৫), নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার কদমতলী চাচরা গ্রামের মো. আবু তালেব শেখের মেয়ে পান্না শেখ (৪৫), খুলনা জেলার দৌলতপুর ইশিপাড়া গ্রামের মো. আফজাল সরদারের মেয়ে মোসাম্মৎ ফারজানা আক্তার (২০) ও যশোর জেলার শার্শা উপজেলার মাটি পুকুরিয়া মৃত মোস্তফা সরদারের মেয়ে মোসাম্মৎ তানজিলা খাতুন ওরফে প্রিয়া (২১)।

আটক শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন