|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার কালুপুর মাঠে কম্বাইন হারভেস্টারর মেশিনের মাধ্যমে বোরো মৌসুমের ধান কাটা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৮ই মে সকাল সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালুপুর জামতাড়া মাঠে ধান কর্তনের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব তাজকেরা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার, সদর উপজেলার কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভাসহ অন্যরা।
ধান কর্তন উদ্বোধনের পরে যুগ্মসচিব কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভাও করেন। এসব তিনি বলেন, শ্রমিক সংকট থাকার কারণে আধুনিক মেশিন দিয়ে ধান কর্তন শুরু হয়েছে। যাতে শ্রমিক সংকট না হয়।