|| সারাবেলা প্রতিনিধি, জামালপুর ||
উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে চতুর্থধাপে মেলান্দহ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ১৪ই ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ভোট নেয়া শুরু হয়। চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
জামালপুর জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো গোলাম মোস্তফা জানান, জামালপুরের মেলান্দহ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮৩৯ জন আর নারী ভোটার ১২ হাজার ৭২৬ জন। যারা তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট দিচ্ছেন।
পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকেই ভোটকেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। নারী পুরুষ সবাই এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
নির্বাচন সুষ্ঠু , অবাধ ও নিরপেক্ষ করতে এবং যেকোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে মোবাইল টিম, র্যাবের স্ট্রাইকিং ফোর্স মোতায়েনসহ প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ বিজিবি ও আনসার দায়িত্ব পালন করছেন।