গাজীপুরে চার অবৈধ ইটভাটা উচ্ছেদে জরিমানা ২০ লাখ টাকা

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কলাপাটুয়া ও জামালপুর এলাকায় অবৈধ চারটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। বুধবার ১৭ই ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত এই অবৈধ ইটভাটা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।

|| সারাবেলা প্রতিনিধি, গাজীপুর ||

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কলাপাটুয়া ও জামালপুর এলাকায় অবৈধ চারটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। বুধবার ১৭ই ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত এই অবৈধ ইটভাটা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।

গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই অবৈধ ইটভাটা বন্ধ এবং উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর, সদর দফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহি ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

যেসব ইটভাটা উচ্ছেদ ও জরিমানা করা হয়েছে সেগুলো হচ্ছে- কলাপাটুয়া এলাকার মেসার্স ফারুক ট্রেডার্স (এমএসএম ব্রিকস), জরিমানা ৪ লাখ টাকা, জামালপুর এলাকার মেসার্স ভূঁইয়া ট্রেডিং করপোরেশন, জরিমানা ৪ লাখ টাকা। একই এলাকার মেসার্স হাসেন আলী এন্ড কোং, জরিমানা ৬ লাখ টাকা এবং মেসার্স আর এফ এস ব্রিক্স, জরিমানা ৬ লাখ টাকাসহ সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। এসময় এস্কেভেটর মেশিন (ভেকু) দিয়ে ৪টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় পরিবেশ অধিদফতরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মমিন ভূঁইয়া।

গাজীপুর র‌্যাব-১, ও জেলা পুলিশ বাহিনীর কর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে পরিবেশ অধিদফতর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান,পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটা উচ্ছেদ ও বন্ধে গাজীপুর পরিবেশ অধিদফতরের অভিযান চলবে।

সংবাদ সারাদিন