গাজীপুরে ঈদ সামগ্রী বিতরণ করল ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলা

|| সারাবেলা প্রতিনিধি ,গাজীপুর ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলা শাখার উদ্যোগে অসহায়,হতদরিদ্র-গরীব ও দিনমজুর পরিবারের মধ্যে রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় ৫০ টিরও অধিক পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত সোমবার ২৬শে এপ্রিল দিবাগত রাতে বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য মরহুম ব্রিঃ জেঃ আ.স.ম হান্নান শাহ্র উত্তরসূরী গাজীপুর-৪ কাপাসিয়া আসনের বিএনপি’র অভিভাবক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের নির্দেশে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটী,ঘাগটিয়া ও সিঙ্গুয়া এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে জেলা ছাত্রদলের নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ রাকিব উল্লাহ’র নের্তৃত্বে এ সকল এলাকায় প্রায় ৫০টিরও অধিক অসহায়-হতদরিদ্র,গরীব দিনমজুর পরিবারের মধ্যে এসব ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো ছোলা, পেয়াঁজ, চিনি, সেমাই, গুড়োদুধসহ অন্যান্য সামগ্রী। উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সদস্য সুমন-উজ-জামান মোড়ল, ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ শাকিল আহমেদ, ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি রাহাদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর মাঝি, ছাত্রদল নেতা অরুন,রেদুয়ান,শুভ,রিদয়,শাকিলসহ প্রমুখ নের্তৃবৃন্দ।

সংবাদ সারাদিন