|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জেলাজুড়ে ক্ষতিতে পড়েছে সাড়ে ৪ হাজার ২৪৫ হেক্টর জমির ফসল ও শাক-সবজি। জেলা কৃষি বিভাগ বলছে, সবথেকে ক্ষতি হয়েছে রোপা আমন ধানের। পানিতে তলিয়ে গেছে শাক-সবজিও।
গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট,যমুনা, করতোয়াসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। নতুন করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বিভিন্ন কৃষি ফসল। কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা ঘুরে দাঁড়াতে রোপন করেছিলেন আমন ধান এবং শীতকালীন সবজিসহ বিভিন্ন ধরনের ফসল।
সবজি চাষি আনিসুর রহমান বলেন, এক বিঘা জমিতে শীতের সবজি মূলা ও লাল শাকের চাষ করেছি। টানা বৃষ্টিতে এখন এর সবই পানির নিচে।
গাইবান্ধা কৃষি বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান বলেন, বৃষ্টির কারণে জেলার ৭ উপজেলায় রোপা আমন ধান ৩ হাজার ৮৬০ হেক্টর, শাক-সবজি ৩৪৫ হেক্টর ও মাসকালাই ৪০ হেক্টর পানিতে প্লাবিত হয়েছে। এসব ফসল রক্ষায় কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে।