গাইবান্ধায় বিষাক্ত মদপানে প্রাণ গেলো ২ জনের হাসপাতালে ৫জন

মদ পানের প্রায় দুই ঘণ্টা পর তারা অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে তৌফিকুজ্জামান সৈকত রাত ১০টার দিকে মারা যায়। ২৩শে জুলাই শুক্রবার সকাল ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় মেহেদি হাসান সোহাগ।

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষাক্ত মদপানে দু’জন মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ পৌরসভার চকগোবিন্দ পাঠানপাড়ার দলিল লেখক আলমগীর হোসেন প্রধানের ছেলে মেহেদী হাসান সোহাগ (৩২), ঝিলপাড়ার মোশারফ হোসেনের ছেলে তৌফিকুজ্জামান সৈকত (৩২), চকগোবিন্দের নুরুল ইসলামের ছেলে রানা (৩১), সাজু মিয়ার ছেলে রানা (২৮), মৃত বাদল চন্দ্রের ছেলে বাঁধন সরকার (২৫), বাপ্পী (২৮), অভি (২৯) সহ আরো বেশ কয়েকজন যুবক ২২শে জুলাই বৃহস্পতিবার রাতে এক সাথে বসে মদপান করে। মদ পানের প্রায় দুই ঘণ্টা পর তারা অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে তৌফিকুজ্জামান সৈকত রাত ১০টার দিকে মারা যায়। ২৩শে জুলাই শুক্রবার সকাল ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় মেহেদি হাসান সোহাগ।

অন্য অসুস্থদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও খুব একটা ভালো নয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, সোহাগ, সৈকত ও রানা নামে তিন যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছিল। অ্যালকোহল জাতীয় কিছু পান করার ফলে তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ বের করতে পুলিশ তদন্তে নেমেছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

সংবাদ সারাদিন