করোনারোধে মাস্ক বিলি করলো হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি মাস্ক বিলি করেছে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি মাস্ক বিলি করেছে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

সোমবার সকালে থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া হাইওয়ে রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান ইবনে রহমান। এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

এসময় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী, টি আই রফিক উদ্দিনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদ সারাদিন