|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||
জেলাজুড়ে চলছে আমন লাগানোর উৎসব। বীজতলা থেকে চারা সংগ্রহ ও লাগানোয় ব্যস্ত জেলার কৃষকরা। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্থ এলাকা এবং চরাঞ্চলে চলছে আমন লাগানোর কাজ।
কৃষি অফিস সুত্রে জানা যায় চলতি মৌসুমে গাইবান্ধায় ১ লক্ষ ২৬ হাজার হেক্টর জমিতে আমন লাগানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। এরমধ্যে ১ লক্ষ ৯ হাজার ৯৩০ হেক্টর জমিতে উফসি, ১ হাজার ৭০ হেক্টর জমিতে হাইব্রিড এবং ১৫ হাজার হেক্টর জমিতে স্থানীয় জাতের আমন চারা লাগানো হবে।
৬ হাজার ৫৪০ হেক্টর জমিতে বীজতলা স্থাপন করা হয়েছে জানিয়ে কৃষি বিভাগ বলছে, বন্যায় এবারে জেলায় ৮৫ হেক্টর জমির আমন বীজতলা ক্ষতিগ্রস্থ হয়। কৃষি বিভাগ এই ক্ষতি পুষিয়ে নিতে ১০৫ হেক্টর জমিতে বিশেষ ব্যবস্থায় বীজতলা করেছে।
গাইবান্ধা কৃষি বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান বলেন, বীজতলার ক্ষতি আমন চাষে কোন প্রভাব ফেলবে না। জেলায় যে বীজতলা করা হয়েছে তা লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন চাষ করেও উদ্বৃত্ত থাকবে। ইতোমধ্যে জেলায় ৮৪ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন রোপা লাগানোর কাজ শেষ হয়েছে। আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত চারা রোপনের কাজ চলবে।
লক্ষ্য অর্জিত হলে এ বছর জেলায় ৩ লক্ষ ৪১ হাজার ৬০৯ মেট্রিক টন আমন ধান উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে।