ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান হলেন নায়েব আলী বিশ্বাস

নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি' র প্রার্থী আজমল হোসেন সুজন পেয়েছেন ২,২১৭ ভোট। জাতীয় পার্টির গাওসুল আজম পেয়েছেন ১,০৭২ ভোট। নায়েব আলী বিশ্বাস নির্বাচিত হওয়ার পর থেকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

|| সারাবেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) ||

ঈশ্বরদীতে উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস ৯৭,২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ১০ই ডিসেম্বর সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে।

সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উপনির্বাচন দেয় নির্বাচন কমিশন।

নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’ র প্রার্থী আজমল হোসেন সুজন পেয়েছেন ২,২১৭ ভোট। জাতীয় পার্টির গাওসুল আজম পেয়েছেন ১,০৭২ ভোট। নায়েব আলী বিশ্বাস নির্বাচিত হওয়ার পর থেকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন