|| সারাবেলা প্রতিনিধি, সাভার ||
সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । তবে এঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ।
বুধবার ১৭ই মার্চ সকাল ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আব্বাসিয়া মার্কেটের পিছনে শ্রমিক কলোনীতে আগুনের সূত্রপাত ঘটে ।
বসবাসরত শ্রমিকরা জানান,সকালে হঠাৎ করেই একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে । এরপরে বাকি কক্ষে আগুন ছড়িয়ে পড়েছে । এসময় দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এবিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে । সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়েছে । তবে শ্রমিকদের বসবাসরত ২০ থেকে ৩০ টির মতে ঘরে ক্ষয়ক্ষতি হয়েছে । তবে তার পরিমান নিদিষ্ট করতে পারেনি তিনি ।