আশরাফের খুনিদের রাজনৈতিক প্রশ্রয়ের অভিযোগ তুলেছে ছাত্রলীগ

দেশে আইন আছে কি নেই প্রশ্ন তুলে সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ তুলেছেন, একজন কলেজছাত্র খুন হলো সবার সামনে। সাক্ষী প্রমাণ সব থাকা সত্ত্বেও কেন প্রশাসন চুপ।

|| সারাবেলা প্রতিনিধি, আনোয়ারা,(চট্টগ্রাম) ||

খুনের ৫ দিন পেরিয়ে গেলেও খুনি নয়ন সরকারসহ অভিযুক্ত কাউকে প্রশাসন কেন এখনও আইনের আওতায় আনতে পারেনি তা জানতে চায় আনোয়ারা উপজেলা ছাত্রলীগ। দেশে আইন আছে কি নেই প্রশ্ন তুলে সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ তুলেছেন, একজন কলেজছাত্র খুন হলো সবার সামনে। সাক্ষী প্রমাণ সব থাকা সত্ত্বেও কেন প্রশাসন চুপ। তারা বলেছেন, তারা জানতে পেরেছেন, খুনিদের রাজনৈতিক প্রশ্রয় দেয়া হচ্ছে। বুধবার ২৪শে ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার সদরের শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন ও মশাল মিছিল  করে তারা এইসব অভিযোগ জানায়।

এসময় তারা ঘোষণা দিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আশরাফের খুনিদের গ্রেফতার করা না হলে লাগাতার আন্দোলন শুরু করবেন তারা। ক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, স্বাধীনদেশে একজন ছাত্রলীগ কর্মী প্রকাশ্য খুন হলো, আইনের শাসন না থাকায় খুনিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে অথচ কোন ব্যবস্থা নেই । 

এসময় মোমবাতি প্রজ্বলনের নেতৃত্বে দেন আনোয়ারা ছাত্র সমাজের আহ্বায়ক রফিক ও আসিফুজ্জামান ।

উল্লেখ্য গত শুক্রবার ১৯শে ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মা কমিউনিটি সেন্টারের সামনে  দুই পক্ষের আধিপত্য নিয়ে ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দিন খুন হন। নিহত আশরাফ উদ্দীন নোয়াখালী জেলার মাইজদী এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।  তিনি দিলোয়ারা জাহান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী । পরের দিন শনিবার আশরাফের বাবা মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের স্কুল  বিষয়ক উপ-সম্পাদক নয়ন সরকারসহ ৫ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু হত্যার ৫দিন পার হলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে না পারায় এলাকায় সাধারণ মানুষ ও সহপাঠিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সংবাদ সারাদিন