আগুনে নিহত প্রভাষকের পরিবারের পাশে খাগড়াচড়ি জেলা পরিষদ

মঙ্গলবার সকালে নিহতের বাড়িতে এসে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা ও শীতের কাপড় দেন।  

|| সারাবেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ||

খাগড়াছড়িতে আগুনে নিহত প্রভাষক মাও শ্রীজিতার পরিবারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ। মঙ্গলবার সকালে নিহতের বাড়িতে এসে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা ও শীতের কাপড় দেন।

এ সময় নিহতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি। খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলমসহ  অন্য জনপ্রতিনিধিরা এসময়ে উপস্থিত ছিলেন। এছাড়াও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

সোমবার রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়িতে আগুনে পুড়ে মারা যান খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক মাও শ্রিজিতা দেওয়ান (৩২)। তিনি দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়। মাও শ্রীজিতা দেওয়ানের বাবা ম্যাকাঞ্জ দেওয়ান জানান, আগুনের সময় তিনি বাইরে ছিলেন। আগুন ছড়িয়ে যাওয়ায় মাও শ্রীজিতা ঘর থেকে বের হতে পারেননি।

আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তি চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ।

নিহত প্রভাষক মাও শ্রীজিতা দেওয়ানের মৃত্যুতে শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, এম এ  জব্বার, মেমং মারমা, মাঈন উদ্দিন, শতরূপা চাকমা,শাহিনা আক্তার, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়াসহ অনেকেই।

সংবাদ সারাদিন