|| সারাবেলা প্রতিনিধি, নেত্রকোনা ||
নেত্রকোনার খালিয়াজুরিতে হাওরাঞ্চালের ফসল রক্ষা এবং হিলিপের প্রকল্প কাজে নানা ধরনের অনিয়মের অভিযোগের খবর করতে গিয়ে মারধর ও মৃত্যুহুমকির শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক সোহেল আহমেদ। তিনি দৈনিক সংবাদ ও নিউজ টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
খালিয়াজুরিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাস্তবায়নাধীন চলমান বিভিন্ন প্রকল্পের মধ্যে কীর্তনখোলা বাধ নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার এসব অনিয়মের সংবাদ করতে খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সাক্ষাৎকার নিতে যান সোহেল আহমেদ।
সাক্ষাৎকার শেষে ক্যামেরাপারসন আরিফকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে হাওরের দিকে রওয়ানা হলে বিপরীত দিক থেকে আসা উপজেলা যুবলীগ নেতা ফালাক ও তার দলবল গাড়ি নিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময়ে কির্তনখোলা বাধের পিআইসিও ফালাকদের সঙ্গে ছিলেন। এতে মারাত্মক আহত হন সোহেল আহমেদ। তার বাঁ হাত ভেঙ্গে যায়।
পরে ক্যামেরাপারসন ঐ গাড়ির চালক আহাদ মূরকে বোঝাতে গেলে তার দিকেও চড়াও হয় যুবলীগ নেতাকর্মীরা। সেইসাথে সাংবাদিকদের মেরে ফেলারও হুমকিও দেয় তারা।
বৃহস্পতিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকের পরামর্শে সোহেলের বাঁ হাত এক্স-রে করার পর প্লাস্টার করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় প্রাণনাশের হুমকি ও মানহানির বিষয়কে উল্লেখ করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন সোহেল আহমেদ। পুলিশ সুপার আকবর আলী মুন্সী আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।