|| সারাবেলা প্রতিনিধি, জামালগঞ্জ (সুনামগঞ্জ) ||
করোনায় সব বন্ধ। ঘরে যা আছিল সব খাইয়া ফালাইছি। আগে বন্যা বা করোনায় কত সাহায্য দিছে সরকার। এইবার কেউ সাহায্য দেয় নাই। করোনার দুর্যোগে কেউ আগাইয়া আয় নাই। সুনামগঞ্জের ডিসি স্যার কষ্ট কইরা আইছন। খোঁজ-খবর লইছেন। শান্তনা দিছইন। এতে আমরা খুশি। কয়ডা দিন পুলাপাইন লইয়া খাওয়ন যাইব। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেয়ে এভাবেই কথাগুলো বললেন সাচনা বাজারের বাসায় কাজ করা বিধবা মনোয়ারা আক্তার।
সোমবার জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজার ইউনিয়নের ২৬৭টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।
সম্প্রতি করোনা ভাইরাসে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনে শ্রমজীবী, পেশাজীবী, পরিবহন শ্রমিকগণ কর্মহীন হয়ে পড়ায় মানবেতর জীবন পার করছেন। সাচনা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হাসিম বলেন, আমি বাজারে ক্ষুদ্র ব্যবসা করি। দুই ছেলে তিন মেয়ে নিয়ে করোনার লকডাউনে দোকান বন্ধ থাকায় মানবেতর জীবন পার করছি। প্রধানমন্ত্রীর এই ত্রাণে আমি পুলাপাইন লইয়া কয়েকদিন খেতে পারব।
রিক্সা শ্রমিক কৃপেশ চন্দ্র দাস জানান, রিক্সা চালিয়ে তিনি সংসার চালান। দুই ছেলে এক মেয়ে নিয়ে তার পরিবার। রিক্সা চাকা ঘুরিয়ে যে আয় হয় তা দিয়েই পেটের ভাত কোন রকম চলে। কিন্তু অভাব আর মুছে না কখনও। একটা আনলে আরেকটা বাকি থাকে। জেলা প্রশাসকের চাল, ডাল, তৈল, চিনি, লবণ, সেমাই, দুধ পেয়ে সে খুবই খুশি।
সে আরও জানায়, আমরা মনে করছিলাম আমাদের খোঁজ খবর কেউ নিবে না। কয়েকদিন দেরি হইলেও সুনামগঞ্জের ডিসি স্যার আমরারে চাল, ডালসহ কয়েকদিনের খাবার দিছে। তা দিয়ে কয়েকদিন চইলা যাইব।
অটোরিক্সা চালক হোসাইন মিয়া বলেন, স্যারের দয়ায় যা পাইছি তা দিয়ে তিন-চারদিন পোলাপাইন লইয়া খাইতে পারমু। কয়েকদিন আর বাজারে যাওন লাগব না। লকডাউন আমাদের কাহিল করে ফেলেছে। খাওন-দাওন প্রতিদিন রোজগারের টাকায় চলে। এর আগে কেউ আমাদের সাহায্য করে নাই।
গতকাল সোমবার সাচনা বাজারে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ব্যবসায়ী, রিক্সা ও অটোরিক্সা চালকদের মাঝে এ খাদ্য সহায়তা পৌছে দেন। খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, সাচনা বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. রজব আলী, উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, সাচনা বাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পাল, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ প্রমুখ।