|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||
হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মুন জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ডা মাসুদ করিম নামে এক ভুয়া চিকিৎসক আটক করা হয়েছে।
বুধবার ৪ঠা নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্ব শহরের শায়েস্তানগর এলাকায় মুন জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদানের সময় ওই ভুয়া ডাক্তারকে হাতেনাতে আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে জাল ডাক্তারি সনদ দেখিয়ে চিকিৎসা দিয়ে আসছে মাসুদ করিম নামে ওই ভুয়া ডাক্তার।
মোবাইল কোর্টের অভিযানে ভুয়া ডাক্তার মাসুদ করিমের সকল কাগজাদি পর্যবেক্ষণে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং ভুয়া কাগজপত্রসহ তাকে আটক করা হয়।সেই সাথে প্রতারনার অভিযোগে মাসুদ করিমকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আরএমও, ডাঃ মোমিন উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর হাসপাতাল।
এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়