|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উপ -নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে সদর উপজেলা ৬ নং রাজিউড়া ইউনিয়নে শুরু হয় ভোট গ্রহন। একই সাথে ইউনিয়নের ১০ টি কেন্দ্র ভোট গ্রহন হয় সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
রাজিউড়া চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (চশমা) প্রতীক নিয়ে জয়ী হয়েছেন ফয়জুল ইসলাম ফজল। তিনি মোট ভোট পেয়েছেন ৩ হাজার ৯৭৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আরো ৪ জন। প্রার্থী বদরুল করিম দুলাল (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৫৬৫ ভোট, তাজুল ইসলাম ফরিদ (ঘোড়া) পেয়েছেন ১ হাজর ৮৮৮ ভোট,উসমান গনি পেয়েছেন ১৫২৭ ভোট, কামরুল হাসান রুপক (আনারস) পেয়েছেন ১২৯ ভোট।
রাজিউড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ১৬৫৩৯ জন। অনুষ্ঠিত নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১১২০০ টি। এরমধ্যে ১১৫টি ভোট বাতিল হয়েছে। আর বৈধ ভোটের সংখ্যা ছিল ১১০৮৫ টি।
এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সুষ্ঠু এবং শান্তিপূর্ন ভাবে নির্বাচন গ্রহন করা হয়েছে এবং ৩ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সতন্ত্র প্রার্থী (চশমা) মোঃ ফয়জুল ইসলাম ফজল।