|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||
হবিগঞ্জ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বাবুল হোসেন খান। মঙ্গলবার ২০শে অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে তার কাছে ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন বিএনপি প্রার্থি পারভেজ আলম চৌধুরী। এ ছাড়াও স্বতন্ত্র হিসেবে ভোট করে হেরেছেন আফজাল মিয়া।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বেসরকারি ফলাফলে নৌকা প্রার্থী বাবুল হোসেন খাঁন ৭ হাজার ৩০৩ ভোট পেয়ে জয়ী হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থি পারভেজ হোসেন চৌধুরী পেয়েছেন ৬ হাজার ৩৪১) ভোট।