সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

দক্ষিণ সুনামগঞ্জের গাগলি এলাকায় যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

দক্ষিণ সুনামগঞ্জের গাগলি এলাকায় যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে  একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার দুপুরে দিরাই মদনপুর সড়কের গাগলি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জের দিরাই থেকে যাত্রী নিয়ে বাসটি সিলেটের কুমারগাও এলাকায় যাচ্ছিল। এসময় বাসের চালক একটি ট্রাককে পাস দিতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাকা লেগে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। তাৎক্ষনিক ভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

সংবাদ সারাদিন