|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জে ভারতীয় এক নাগরিকের লাশ পাওয়া গেছে। মৃত ভারতীয় নাগরিকের বয়স আনুমানিক ৬০ বছর। সোমবার ৮ই মার্চ সন্ধ্যায় সিলেট রেল পুলিশ (জিআরপি) লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট পাঠিয়েছে।
রেল পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে জেলার ছাতক রেলওয়ে স্টেশনে ভারতীয় নাগরিকের লাশ পড়ে থাকতে দেখে পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমন রেল স্টেশনের দায়িত্বে থাকা শওকত হোসেনকে নিয়ে সিলেট জিআরপি থানায় ফোন করেন। পরে সন্ধ্যার দিকে জিআরপি পুলিশ এসে লাশের শরীর তল্লাশী করে কিছু কাগজ পায়। আর সেই কাগজপত্রে মৃত ভারতীয় নাগরিকের নাম লেখা আছে নলিনী কুমার চক্রবর্তী। ঠিকানা লেখা ছিল ভারতের দক্ষিণ দিনাজপুরের পিরোসা কালিবাড়ী। এছাড়া আর তেমন কিছু জানা যায়নি।
সিলেট জিআরপি পুলিশের এসআই ইসলাম আলী জানান, ভারতীয় নাগরিকের মৃত্যু কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।