|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জের দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর ও সুনামগঞ্জ সদরের সীমান্ত এলাকা দিয়ে দিনদিন বেড়েই চলেছ চোরাচালান বাণিজ্য। জেলার দুই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় নাসির উদ্দিন পাতার বিড়ির চালানসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার ১২ই জুলাই দুপুরে আদালতের মাধ্যমে ২ চোরাকারবারীকে কারাঘারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত চোরাকারবারীরা হলো, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত রাধাকান্ত বিশ্বাসের ছেলে দীনেস বিশ্বাস (৩৮) ও জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আসাব মিয়া (৪৫)।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, রোববার ১১ জুলাই রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২লক্ষ ১০হাজার পিস ভারতীয় নিষিদ্ধ নাসির উদ্দিন পাতার বিড়িসহ চোরাকারবারী দীনেস বিশ্বাসকে গ্রেফতার করে।
অপরদিকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া এলাকা থেকে ২লক্ষ ৩হাজার পিস ভারতীয় নাসির উদ্দিন পাতার বিড়িসহ চোরাকারবারী আসাব মিয়াকে গ্রেফতার করা হয়। পরে ২ চোরাকারবারীকে রাতেই বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়। এঘটনার প্রেক্ষিতে র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ২ থানায় পৃথক ২টি মামলা দায়ের করে।
বিশ্বম্ভরপুর থানার ওসি ইকবাল হোসেন ও জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।