|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জের দিরাইয়ে ইজিবাইকের চাকায় চাদর পেঁছিয়ে নারীর মৃত্যু ঘটেছে। শনিবার ১৩ই ফেব্রুয়ারি বেলা ১১ টায় দিরাই উপজেলার রাজানগর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম জয়তুন বেগম (৪৫)। তিনি উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রুস্তুম মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় , সকালে মাছিমপুর থেকে ইজিবাইক যোগে দিরাইয়ে আসছিলেন জয়তুন বেগম। রাজানগর বাজারের পাশে এসে গায়ের চাদর ইজিবাইকের চাকায় পেঁছ লেগে যায়। গুরুতর আহত জয়তুন বেগমকে দিরাই হাসপাতালে নিয়ে আসার সময় পথেই মৃত্যু ঘটে তার।
দিরাই থানার ওসি আশরাফুল আলম সংবাদ সারাবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।