শ্রীমঙ্গলে সরকারী সহায়তার অর্থ পেল চা শ্রমিকরা

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্গত চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় এ অর্থ সহায়তা দেয়া হয়

|| সারাবেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ||

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজঘাট চা বাগানের শ্রমিকদের মাঝে এককালীন অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার ১৬ই সেপ্টেম্বর সকালে ১১টায় রাজঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্গত চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় এ অর্থ সহায়তা দেয়া হয়।

এ সময় জনপ্রতি পাচঁ হাজার টাকা এককালীন আর্থিক অনুদান হিসেবে ২ হাজার ৪২৯ জনের মাঝে মোট এক কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়।

 এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী প্রমুখ। এছাড়াও ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, চা বাগানের ব্যবস্থাপক সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা ও গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন