সব্যসাচী পুরকায়স্থ মিথুন, শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সবুজবাগ এলাকায় করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধা বিকাশ দত্তের মৃত্যু ঘটেছে এবং জেরিণ চা বাগানের মুক্তিযোদ্ধা মুজেশ চিচিম বার্ধক্যজণিত কারনে মৃত্যুবরণ করেন। বুধবার রাত আটটার দিকে মুক্তিযোদ্ধা বিকাশ দত্ত ও রাত আনুমানিক দশটার দিকে মুক্তিযোদ্ধা মুজেশ চিচিম মারা যান বলে তাদের পারিবারিক সুত্রে জানা গেছে। মুক্তিযোদ্ধা বিকাশ দত্ত একসপ্তাহ যাবত জ্বর, কাশিতে ভুগছিলেন বলে জানা গেছে। তাঁর মৃত্যুর পর স্থানীয় স্বাস্থ্য বিভাগ করোনার নমুনা সংগ্রহ করেছে। পরিবারের অন্যদের নমুনাও পরীক্ষা করা হবে বলে জানা গেছে। মৃত মুক্তিযোদ্ধার রিপোর্ট না আসা পর্যন্ত পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে থাকতে প্রশাসন থেকে বলা হয়েছে । বুধবার রাতে স্থানীয় পৌর শ্মশানঘাটে তার শেষকৃত্য স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম।
বিশ্বস্থ সুত্রে জানা গেছে, অন্তোষ্টিক্রিয়া সম্পাদনে স্থানীয় উপজেলা প্রশাসনের নির্দেশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ ইকরামুল মুসলেমীন’ সহযোগীতা প্রদান করে। হিন্দু ধর্মীয় রীতি ও স্বাস্থ্যবিধি মেনে সৎকার্যে ঐ সংগঠনের সদস্য মঞ্জু দাশ এবং মৃতের পুত্র বাপ্পা দত্ত এবং তার কয়েকজন বন্ধুবান্ধব সরাসরি অংশ নেন। এছাড়া, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন উপজেলা কমিটির টিম প্রধান মাওলানা এমএ রহিম নোমানী ও জেলা টিম প্রধান এহসানুল হক জাকারিয়া উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও স্থানীয় হিন্দু সংগঠনের নেতা ছোটন চৌধুরী এলাকাবাসীর পক্ষ থেকে তদারকি করেন। এছাড়া, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুর রহমান মামুনের উপস্থিতিতে শ্রীমঙ্গল পুলিশ প্রশাসনের এএসপি আশরাফুজ্জামানের নের্তৃত্বে একটি দল বীর মুক্তিযোদ্ধার লাশ বাসা থেকে ট্রাকযোগে শ্মশানে পৌঁছে দেয় এবং সৎকারস্থলে উপস্থিত থাকে।
বৃহষ্পতিবার ভোররাতে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, ‘সংক্রমণবিধি যথাযথভাবে অনুসরণ করে এবং ধর্মীয় রীতি মেনে বুধবার দিবাগত রাতে বীর মুক্তিযোদ্ধা বিকাশ দত্তের সৎকার করা হয়েছে। পরিবারের ইচ্ছায় রাতেই সৎকারের ব্যবস্থা করার রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার দেওয়া সম্ভব হয়নি।’ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খন্ডিত ও ভুল তথ্য আসার প্রেক্ষিতে মৃতের নিকটাত্মীয় সিলেট টুডে টোয়েন্টি ফোর নিউজ পোর্টালের শ্রীমঙ্গল প্রতিনিধি হৃদয় দাশ শুভ অসত্য সংবাদের জন্য প্রতিবাদ জানান এবং পরিবারের বক্তব্য তুলে ধরেন। অপরদিকে উপজেলার জেরিন চা বাগানের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মুজেস চিসিম বার্ধক্যজণিত কারনে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বৃহষ্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, জেরিন টি এস্টেটের ডিজিএম মো. সেলিম রেজা প্রমূখ। বীর মুক্তিযোদ্ধা মুজেশ চিসিম এর রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর শ্রীমঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান ভানুলাল রায় মৃতের পরিবারকে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।
সংবাদ সারাবেলা/নাআ/সেখা