শ্রীমঙ্গলের মির্জাপুর ইউপিতে ধানের শীষ ও ভুনবীরে নৌকা জয়ী

জেলার শ্রীমঙ্গল উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ধানের শীষ ও ভুনবীর ইউপিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।

|| সারাবেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (সিলেট) ||

জেলার শ্রীমঙ্গল উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ধানের শীষ ও ভুনবীর ইউপিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।

বেসরকারী ফলাফলে উপজেলার মির্জাপুর ইউপিতে ধানের শীষের প্রতীকে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. সুফী মিয়া।এই ইউনিয়নে বিএনপি প্রার্থীর মোট ভোট ৬৯৬১টি।

মাত্র ৪৯৫ ভোটে মো. সুফী মিয়ার কাছে পরাজিত হয়েছেন প্রতিদ্বন্দী নৌকার প্রার্থী অপূর্ব চন্দ্র দেব। অপূর্ব পেয়েছেন ৬৪৬৬ ভোট।

অন্যদিকে ২ নম্বর ভুনবীর ইউপিতে নৌকার প্রার্থী মো. আব্দুর রশীদ বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই আসনে ধানের শীষের কোনও প্রার্থী ছিলো না, তবে স্বতন্ত্র হিসেবে আরো চারজন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

ভুনবীর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে বিজয়ী নৌকার প্রার্থী মো. আব্দুর রশিদ পেয়েছেন ৬৪৬৫ অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দী যথাক্রমে স্বতন্ত্র প্রার্থী প্রয়াত ইউপি চেয়ারম্যান চেরাগ আলীর ছেলে মো. কা্উসার আহমেদ ৩১৫৪, কবির মোল্লা ৭৭৮, মো. আবুল বাসার ২৭৮৩, ও জলিল মাহমুদ ১৫৪০ ভোট পেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন