|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জের শাল্লায় নৌকা ডুবিতে দুই কিশোরীর মৃত্যুর একদিন পর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০ টায় চাপ্টা বিল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন তারা।
জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ইঞ্জিন চালিত নৌকা কিশোরগঞ্জের ইটনা উপজেলার গজারিয়া আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে ভেড়ামোহনা হাওরের চাপ্টা নামক গভীর জলাশয়ে এলে ধমকা ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
এ সময় ঝড়ের কবলে পড়ে বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের শিশু মিয়ার মেয়ে চাদনী বেগম(১৬), ইব্রাহিম মিয়ার মেয়ে ছাবিনা বেগম (১৭) পানিতে ডুবে যায়। খবর পেয়ে এলাকাবাসি ঘটনাস্থলে গিয়ে আপন মিয়া, লিটন মিয়া, সোহাগ মিয়া ও সালমা বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করলেও চাদনী বেগম ও ছাবিনা বেগমকে খোঁজে পাওয়া যায়নি।
শুক্রবার সকাল ১০টায় এলাকাবাসি আবারো অভিযান চালিয়ে চাদনী বেগম ও ছাবিনা বেগমকে চাপ্টা বিল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বেলা ১১টায় ঘটনার খবর পেয়ে শাল্লা থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মৃত দুই কিশোরীর সুরতহাল রিপোর্ট তৈরী করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মুক্তাদির হোসেনের নির্দেশে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।