লকডাউন না মেনে করোনা রোগী চালাচ্ছেন ব্যবসা !

স্বাস্থ্যবিধি ও সকল সচেতনতা কার্যক্রমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রীমঙ্গলের এক করোনা রোগী লকডাউনকৃত বাড়ি ছেড়ে চলে এলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠানে।দিব্যি চালিয়ে যাচ্ছিলেন নিজের ব্যবসা ! করোনাকে নাকি তিনি থোড়াই কেয়ার করেন।পরে প্রশাসনের তড়িৎ পদক্ষেপে বাড়ি ফিরে যান ঘরে।

|| সারাবেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল ||

স্বাস্থ্যবিধি ও সকল সচেতনতা কার্যক্রমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রীমঙ্গলের এক করোনা রোগী লকডাউনকৃত বাড়ি ছেড়ে চলে এলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠানে।দিব্যি চালিয়ে যাচ্ছিলেন নিজের ব্যবসা ! করোনাকে নাকি তিনি থোড়াই কেয়ার করেন।পরে প্রশাসনের তড়িৎ পদক্ষেপে বাড়ি ফিরে যান ঘরে।  

সুত্রে জানা যায়, গত ৩০ জুলাই এ রোগীর নমুনা নেওয়া হয় এবং ৭ আগষ্ট আসা নমুনা রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ আসে। স্থানীয় স্বাস্থ্য প্রশাসন যথারীতি তার বাড়ি লকডাউন ও তাকে ঘরে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ সহকারে নির্দেশনা দিয়ে আসেন। কিন্তু তিনি এসব কিছুকে তোয়াক্কা না করে ‘কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই’ নিজের এই মানসিকতা নিয়ে বেরিয়ে পড়েন এবং মানুষের সাথে মিশে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা চালাতে শুরু করেন।

করোনা রোগীর এই বেপোরোয়া কান্ড দেখে স্থানীয় একজন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও ইউএইচএন্ডএফপিও সাজ্জাদ হোসেন চৌধুরীকে জানালে তিনি শ্রীমঙ্গল থানা পুলিশকে সাথে নিয়ে রোববার স্টেশনরোডে এসে তাকে দোকানে দেখতে পান।  

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী সংবাদ সারাবেলা জানান, “খবর পাওয়া মাত্রই আমি ঐ ব্যক্তির দোকানের সামনে যাই এবং তাকে ব্যবসারত অবস্থায় দেখি। তাকে বার বার অনুরোধ করলেও তিনি, আমাদেরকে বিভিন্ন অযৌক্তিক ও অবৈজ্ঞানিক কথাবার্তা বলে তর্ক করতে থাকেন। একপর্যায়ে, তাকে আমরা বুঝাতে সক্ষম হইযে, এ অবস্থায় তাকে বাড়িতে থাকতে হবে, তা না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপরই তিনি মূলত তার একগুঁয়েমী অবস্থান থেকে পিছু হটেন এবং বাসায় ফিরে যান।

তিনি আরও জানান, এ রোগীর বাসা পুর্বাশা আবাসিক এলাকায়। পুনরায় তার বাসা লকডাউন করা হয়েছে। এখন থেকে, সকল করোনা রোগীর ‘লকডাউন’ কৃত বাসা আরো কঠোর নজরদারিতে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।বাসায় থেকে চিকিৎসা নেওয়া কোভিড -১৯ পজিটিভ রোগীরা স্বাস্থ্যবিধি অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সাফ জানিয়ে দেন এই কর্মকর্তা।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলায় কোভিড – ১৯ সনাক্ত সংখ্যা ১২৪ জন, তন্মধ্যে সুস্থ্য হয়েছেন ৯৮ জন আর বাকিরা চিকিৎসা নিচ্ছেন বাসায় থেকে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও, শ্রীমঙ্গলের বাসিন্দা একজনের ঢাকায় গিয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাতে মৃত্যু হয়।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন