|| সারাবেলা প্রতিনিধি, সিলেট ||
সিলেটে পুলিশি হেফজাতে মারা যাওয়া রায়হান উদ্দিনের হত্যা মামলায় শেখ সাইদুল নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রোববার তাকে ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম।
পিবিআই এর এই কর্মকতা জানিয়েছেন, রায়হানকে আটকের আগে ছিনতাইকারী হিসেবে অভিযোগ তুলেছিলেন শেখ সাইদুল নামের ওই ব্যক্তি। অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন থাকায় তাকে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, রায়হান হত্যা মামলায় গত ২০ অক্টোবর পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়। ওইদিন আদালতে হাজির করলে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গতকাল রোববার পাঁচদিনের রিমান্ড শেষে তাকে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয়। ওইদিন আবারো তার পাঁচদিনের রিমান্ড আবেদন করা হলে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম বলেন, গত ২০ অক্টোবর টিুটু চন্দ্র দাসকে আদালতে হাজির করা হলে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার আবারো তার তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালাত। আমরা পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলাম। আর রায়হান হত্যা মামলায় আরো একজনকে গ্রেপ্তার করে ৫৪ ধারায় তাকে আদালতে চালান করা হয়েছে। সে রায়হানকে ছিনতাইকারী হিসেবে অভিযুক্ত করেছিলো।