||অনলাইন প্রতিনিধি, শ্রীমঙ্গল, (মৌলভীবাজার)||
মৌলভীবাজার – ৪ (শ্রীমঙ্গল – কমলগঞ্জ) সংসদীয় আসনের বর্তমান সাংসদ ও সাবেক চিফ হুইপ ড. মো. আব্দুস শহীদ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, সাংসদের একান্ত সচিব (পিএস) আহাদ মো. সাইদ হায়দার। সাংসদ ড. মো. শহীদ সোমবার বিকেল থেকে করোনা ডেডিকেটেড স্বাস্থ্যসেবা কেন্দ্র রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। উল্রেখ্য, বর্ষীয়ান এই রাজনীতিবিদ টানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসীর প্রতিনিধিত্ব করছেন।
স্বজনরা বলছেন, তাঁর স্বাস্থে্র অবস্থা মোটামুটি ভালো। জ্বর ও কাশি কিছুটা থাকলেও শ্বাসকষ্ট একেবারেই নেই। পরিস্থিতি বিবেচনায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।