মুক্তিযোদ্ধা ছানোয়ার আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মৌলভীবাজার এর কুলাউড়া পৌরসভার সাবেক (ভারঃ) মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ছানোয়ার আলী ছনু'র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। তিনি উপজেলা আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে সুপরিচিত ছিলেন।

|| সারাবেলা প্রতিনিধি, মৌলভীবাজার ||

মৌলভীবাজার এর কুলাউড়া পৌরসভার সাবেক (ভারঃ) মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ছানোয়ার আলী ছনু’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। তিনি উপজেলা আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে সুপরিচিত ছিলেন।

মঙ্গলবার ২১ জুলাই দুপুরে কুলাউড়া শহর সংলগ্ন বিছরকান্দি জামে মসজিদ এর পাশে কুলাউড়া থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদর্শন করার পর  জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,  কুলাউড়া উপজেলার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন ও কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) সুশীল চন্দ্র দে, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ কাজী ফজলুল হক খান সাহেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলু, সংলাপ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল প্রমুখ অংশ গ্রহন করেন। জানাযার নামাজ শেষে বিছরকান্দি জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।

হাজী মো. ছানোয়ার আলী ছনু হার্টসহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গত ১৬ জুন ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে ২৭ জুন তাঁর বাইপাস অপারেশন করার পর থেকে তিনি উক্ত হাসপাতালে মৃত্যুর পূর্ব পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭.৩০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর জীবদ্দশায় রাজনীতির পাশাপাশি একাধিকবার কুলাউড়া ইউনিয়নের মেম্বার, কুলাউড়া পৌরসভার কমিশনার, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহঃ সভাপতি ও কুলাউড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করে সুনাম ও খ্যাতি অর্জন করে গেছেন। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ গভীর শোক প্রকাশ করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন