|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||
আঞ্চলিক ও মহাসড়কে সিএনজিসহ অবৈধ যানচলাচল বন্ধের দাবীতে ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্নয় পরিষদ। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই ধর্মঘটের কথা জানিয়েছেন, সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব মো. ফজলুর রহমান চৌধুরী ও সদস্য সচিব মো. সজিব আলী।
বিজ্ঞপ্তিতে নেতারা জানান, মঙ্গলবার ২০শে অক্টোবর সকাল ৬টা থেকে দাবী না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জেলার সকল সড়কে বাস-মিনিবাস চলবে না।
উল্লেখ্য, সিএনজি ও টমটমসহ অবৈধ হালকা যানচলাচল বন্ধের দাবীতে গত ১৩ই অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় ওই সংগঠন।