বেকার যুবক-যুবতীদের চাকরি ব্যবস্থা করবে হবিগঞ্জ জেলা প্রশাসন

চাকরি প্রত্যাশী ২০০ জনের অধিক বেকার যুবক-যুবতীদের জব ফেয়ারের মাধ্যমে বেসরকারি চাকরির ব্যবস্থা করবে হবিগঞ্জ জেলা প্রশাসন।  
বেকার যবক-যুবতীদের চাকরি ব্যবস্থা করবে হবিগঞ্জ জেলা প্রশাসন

|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||

চাকরি প্রত্যাশী ২০০ জনের অধিক বেকার যুবক-যুবতীদের জব ফেয়ারের মাধ্যমে বেসরকারি চাকরির ব্যবস্থা করবে হবিগঞ্জ জেলা প্রশাসন।

সোমবার (১৬ নভেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি শাখার এক পত্রে অনলাইন জব ফেয়ারের আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জেলার বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে টুল এন্ড টেকনলজি ইনস্টিটিউট (টিটিআই) বিটাক ও ফিউচার অফ ওয়ার্ক ল্যাব, এটুআই হতে অনলাইন জব ফেয়ারের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু করার লক্ষে অনলাইন জবফেয়ার সংক্রান্ত পত্র প্রকাশ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের জব ফেয়ারের  রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন  রেজিষ্ট্রেশন এর শেষ সময় ২০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

জানা যায়, হবিগঞ্জে অবস্থিত ৪ শিল্প প্রতিষ্ঠানে ২০০ জনের বেশি বেকার যুবক-যুবতীদের চাকরি দেয়া হবে। চাকরি পাওয়া যাবে যে প্রতিষ্ঠানগুলোতে..

শিল্প প্রতিষ্ঠান ১ – পাইওনিয়ার ডেনিম লিমিটেড

১| প্রতিষ্ঠানের ঠিকানা : হরিতলা, শাহপুর বাজার, মাধবপুর, হবিগঞ্জ।

২ | পদের নাম : ওয়েল্ডার

৩ | পদ সংখ্যা : ১২০ জন (পুরুষ)

৪ | বেসিক বেতন : ৭ হাজার টাকা (৮ ঘন্টা ডিউটি)

৫ | ওভারটাইম : বাধ্যতামূলক

৬ | খাবার : কোম্পানির ভর্তুকি থাকবে

৭ | বোনাস : বছরে ২ টি + ইনক্রিমেন্ট

৮ | শ্রম আইন অনুযায়ী ছুটির সুযোগ সুবিধা

শিল্প প্রতিষ্ঠান ২ – জাস রোটোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

১| প্রতিষ্ঠানের ঠিকানা : চাতিয়ান, মাধবপুর, হবিগঞ্জ।

২ | পদের নাম : মেশিন অপারেটর ( শিক্ষানবিশি)

৩ | পদ সংখ্যা : ৫ জন (পুরুষ)

৪ | বেসিক বেতন : ৭ হাজার ৫০০ টাকা (৮ ঘন্টা ডিউটি)

৫ | ওভারটাইম : সুযোগ আছে

৬ | আবাসন : ফ্রি

৭ | খাবার : নিজের (কোম্পানির মোট খরচের ৫০% ভর্তুকি দিবে)

৮ | বোনাস : বছরে  ২ টি + ইনক্রিমেন্ট

৯ | শ্রম আইন অনুযায়ী ছুটির সুযোগ সুবিধা

শিল্প প্রতিষ্ঠান ৩ – আর্গন স্পিনিং লিমিটেড

১| প্রতিষ্ঠানের ঠিকানা : নিজামপুর,ফকিরাবাদ,  হবিগঞ্জ।

২ | পদের নাম : মেশিন অপারেটর

৩ | পদ সংখ্যা : ৩০ জন (পুরুষ ২০%, নারী ৮০%)

৪ |  বেতন : ৬ থেকে ৭ হাজার টাকা (৮ ঘন্টা ডিউটি)

৫ | ওভারটাইম : সুযোগ আছে

৬ | আবাসন : ফ্রি

৭ | খাবার : নিজের (কোম্পানির মোট খরচের ৫০%  ভর্তুকি দিবে)

৮ | বোনাস : বছরে  ২ টি + ইনক্রিমেন্ট

৯ | শ্রম আইন অনুযায়ী ছুটির সুযোগ সুবিধা

শিল্প প্রতিষ্ঠান ৪ – স্কয়ার ডেমিন লিমিটেড

১| প্রতিষ্ঠানের ঠিকানা : আলিপুর ,  হবিগঞ্জ।

২ | পদের নাম : মেকানিক্যাল হেলপার

৩ | পদ সংখ্যা : ৫০ জন (পুরুষ ৪০%, নারী ৬০%)

৪ |  বেতন : (এসএসসি  ৬ হাজার) (এইচএসসি ৭ হাজার)  (৮ ঘন্টা ডিউটি)

৫ | ওভারটাইম : সুযোগ আছে

৬ | আবাসন : ফ্রি

৭ | খাবার : নিজের

৮ | বোনাস : বছরে ২ টি + ইনক্রিমেন্ট

৯ | শ্রম আইন অনুযায়ী ছুটির সুযোগ সুবিধা

১০ | জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে

চাকরি করতে আগ্রহী প্রার্থীগণ এই লিংকে আবেদন করতে পারবেন।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন