‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ এ জেলার সেরা শ্রীমঙ্গল উপজেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ এ শ্রীমঙ্গল উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। এই দলে দলের অংশীজন ছিলো উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কৃতার্থ চক্রবর্তী, অতনু দত্ত ও প্রত্যয় দত্ত।

|| সারাবেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ||

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ এ শ্রীমঙ্গল উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। এই দলে দলের অংশীজন ছিলো উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কৃতার্থ চক্রবর্তী, অতনু দত্ত ও প্রত্যয় দত্ত।

বৃহস্পতিবার বর্ণাঢ্য ফাইনালে শ্রীমঙ্গল উপজেলা দল বড়লেখা উপজেলা দলকে হারিয়ে সবার সেরা (চ্যাম্পিয়ন) হওয়ার গৌরব অর্জন করে। অলিম্পিয়াডের চুড়ান্ত দিনে ভার্চ্যুয়াল আলোচনায় প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক, সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ফজলুল আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু অলিম্পিয়াডের উদ্যোক্তা ও পরিকল্পনাকারী মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

শ্রীমঙ্গল উপজেলা দলকে অভিনন্দন ও মৌলভীবাজার জেলা প্রশাসকের প্রতি ব্যতিক্রমি ও গুরুত্বপুর্ণ আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, যারা পুরো টুর্নামেন্ট জুড়ে অত্যন্ত মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চ্যাম্পিয়ন হয়ে শ্রীমঙ্গল উপজেলার মুখ উজ্জ্বল করেছে তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। মেধার সাথে আদর্শের সংযোগ ঘটিয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন