সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের কথা ফেইসবুকে প্রকাশ করায় হবিগঞ্জে এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। পয়লা এপ্রিল বুধবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিক ও পুলিশ জানিয়েছে, আউশকান্দি ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ চাল বিতরণে অনিয়মের খবর করায় চেয়ারম্যান মুহিবুর রহমান হারুণ ও তার লোকজন সাংবাদিক শাহ সুলতান আহমেদকে
ক্রিকেট ব্যাট দিয়ে বেধরক পেটায়। আহত সুলতানকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
শাহ সুলতান ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের সংবাদের নবীগঞ্জ প্রতিনিধি ও উপজেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি।
নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া বলেন, সম্প্রতি দরিদ্রদের জন্য আসা সরকারি ত্রাণের চাল বিতরণ করেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন।কিন্তু তিনি ১০ কেজি করে চাল দেওয়ার পরিবর্তে প্রত্যেককে পাঁচ কেজি করে দেন। এ নিয়ে শাহ সুলতান আহমেদ ফেইসবুক লাইভে সাধারণ মানুষের বক্তব্যসহ অনিয়মের বিষয়টি তুলে ধরেন।
আলমগীর বলেন, এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান হারুনসহ ২০/২৫ জন লোক সাংবাদিক শাহ্ সুলতানের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা ক্রিকেট ব্যাট দিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা সাংবাদিক মুজিবুর রহমান ও বুলবুল আহমেদকেও মারপিট করে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ পাল জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। এ ব্যাপারে উভয় পক্ষের সাথে আলাপ-আলোচনা চলছে। ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ‘পরে কথা বলব’।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ সময় স্থানীয় লোকজন চেয়ারম্যানের উপর উত্তেজিত হলে পুলিশ তাদের শান্ত করে।তবে এ ব্যাপারে নির্যাতিত সাংবাদিকদের পক্ষ থেকে মামলা দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে।
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/download-1-2.jpg?fit=300%2C156&ssl=1)