|| সারাবেলা প্রতিনিধি, কুলাউড়া(মৌলভীবাজার) ||
মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে এই স্লোগান নিয়ে ব্লক রেইড শুরু হয়েছে কুলাউড়া উপজেলায়। বৃহস্পতিবার ৩০শে জুলাই থেকে এই অভিযান শুরু করেছে কুলাউড়া থানা পুলিশ। প্রথম দিনে উপজেলার জয়পাশা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে বাড়িতে এই অভিযান চালানো হয়।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর এবং কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসানের পরামর্শে ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চালানোর শুরুতে ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘হয় তোমরা মাদক ছাড়ো, না হয় পুলিশের কাছে আত্মসমর্পণ করো’। এই অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলছেন, এভাবে নিয়মিত অভিযান চালালে মাদকাসক্তরা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, মাদকব্যবসায়ীরাও ভয় পাবে এবং সর্বোপরি কুলাউড়া উপজেলা হবে মাদকমুক্ত।